USA তে এসে ডলার কামানোর ভালো উপায় হল নতুন নতুন Debit Card খোলা বা Bank Account খোলা! হ্যাঁ মনের সুখে খুলে কয়েক মাস পর বন্ধও করে দিতে পারেন! আর এখানে সব ই Checking Account বলে। Saving খুলবে না! খুব পণ্ডিত হলে মন্তব্য নাই আমার।
তবে আমি আজ 3 টা Debit Card এর কথা বলব। হ্যাঁ বুদ্ধি করে চালালে কোনটাই বন্ধ করতে হবে না!
Chase Bank:
আমার জীবনে প্রথম $225 ডলার পেয়েছিলাম Chase থেকে! আমি বেচারা সেটা দিয়েই House Rent দিয়েছিলাম প্রথম মাসের! বলা চলে আমার জন্য বিশাল বড় আর্শীবাদ ছিলো।
তবে আজ চেক করে দেখলাম এখন $200 ডলার Bonus দেয়। এজন্য আপনাকে যে কোন পরিমাণের Electronic deposit করতে হবে। সবাই প্রথম মাসের Salary টাই করে। এজন্য আপনার Payroll এ Routing and Account number add করে নিবেন। কাজ শেষ।
তবে আমি কিভাবে এসেই করেছিলাম সেটা আমি কখনোই কাউকে বলতে ইচ্ছুক না! নক দিলেও বলব না। তাই সেটা নিয়ে গবেষণা না করাই উত্তম।
Referral Link: accounts.chase.com/raf/share/2954204796
Referral ব্যবহার করলে বেশ খুশি হব আমি! কারণ আমি $50 পাব!
শর্ত শরীফঃ
১) Min $1500 সব সময় না থাকলে তারা $12/month চার্জ করবে। এটা এড়ানোর জন্য আপনাকে মিনিমাম $500/month direct deposit থাকতে হবে। PhD Student হলে এটা ব্যাপার না!
Chime:
ইহা একটি মধু!
কারণ ইহার কোন শর্ত নেই!
তবে হ্যাঁ এসেই খুলতে পারবেন না। 3-4 months পর পারবেন। Min $200 direct deposit করলেই $100 সাথে সাথেই বোনাস পাবেন!
বোনাস খেয়ে ওদের ভুলে গেলেও চলবে!
Referral: https://chime.com/r/smsarwar (আপনিও $100 আমিও $100 পাব সাথে সাথেই!
Wells Fargo:
ইহাও একটি মধু!
কারণ ইহার কোন শর্ত আছে!!
তবে সহজ শর্ত!
এসব না পারলে তারা $10 charge করবে!
যে সকল বাচ্চা কাচ্চারা Self fund এ আসেন তারা এটা ব্যবহার করবেন। কারণ $500 রাখাটা ব্যাপার না আপনাদের কাছে।
মজা আভি বাকি হে!
https://bonusoffer.wf.com/offer200
উক্ত লিঙ্কে যেয়ে সব দিয়ে কোড নিয়ে Branch এ যেয়ে খুলে 90 days এর ভিতর $1000 direct deposit হলেই চ্যাল চ্যালায়ে $200 Bonus পাবেন!
তাদের অনেক সময় $300 bonus এর অফারও থাকে। এখন নেই তাই দেই নি। একটু চেক করে নিবেন.
আর হ্যাঁ এই Wells Fargo থেকে আমার এক ডলারও কামাই নাই!
Bottom Line:
আর এগুলো তে Salary Split করতে Payroll থেকে দেখে নিবেন। সুন্দর করে করা যায়। খুব ই সহজ।
আর ব্যক্তিগত ভাবে Salary $1.5k এর উপর না হলে আমি বলব এই ৩ টাতেই সীমাবদ্ধ থাকতে। এর উপরে হলে Account close এর ঝামেলা করতে হবে। আর Debit Card এর সাথে Credit Score এর সম্পর্ক নাই! তাই মনে সুখে করতে পারেন।