শিরোনাম এটাই দিলাম। আমি চাই এটা দেখে অনেকে ঝাঁপিয়ে পড়ুক এবং বলুক ওহ GRE, IELTS ছাড়াও যাওয়া যায় Ph.D. তে! তাও Full fund এ! তাও USA তে!! এবং Ranking এর University তে! অন্তত আমার এই লেখাটা কৌতূহল নিয়ে হলেও পড়বে।
আমার Jahangirnagar University এর Department এর জুনিয়র ছিলো Tanzim Mahfuz। ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী। আমি বাইরে আসার আগে থেকেই সে আমার সাথে মাঝে সাঝে যোগাযোগ রাখত। Higher Study নিয়ে এটা সেটা জিজ্ঞাসাও করত। তার graduation শেষ হওয়ার পর আমি ওরে IELTS, GRE নিয়ে বসতে বলি এমনকি এক ভাইয়ের কাছে মক বা practice করতেও পাঠায়ে দেই যেন ও দ্রুত পরীক্ষা দেয়। কিন্তু ও চাকরিতে ঢোকে!
তারপর ১ বছরের মত পার করে ও আবার লাইনে আসে! কিন্তু Fall 22 ধরার মত সময় নেই আর। আমি ওকে আগাতে বলি। ও এর ভিতর IELTS এর registration ও করে ফেলে!! এর মধ্যে হঠাৎ করে University of Maine এর এক Professor এর সাথে আমার পরিচয় হয়। সেও এক Conference এর মাধ্যমে। সেই Professor ওই Conference এ একবার এক Category তে Best award পাওয়া! সে IOT নিয়ে কাজ করে আর তানজিমও সেটা নিয়ে বেশ ভালো কাজ করে। ও Robi তেও ১ বছরের মত কাজ করেছে।
তারপর সে Professor কাছে থেকে সে Interview এর ডাক পায়। কিন্তু Position ছিলো MS এর!! পরে Professor এর কাছে ও এত ভালো Performance করে যে তাকে Ph.D. তে অফার করে বসে। ও আমাকে জিজ্ঞাসা করেছিলো ভাই কি করব? আমি চেক করে দেখলাম Professor ও ভালো। আর University of Maine খারাপ না। ওকে আগাতে বলি। সেও সব কিছু প্রসেস করে ফেলে। যদিও পরে ও Language Requirement Duolingo দিয়ে পার দেয় পরে!
তারপর তার Visa Interview! সেটাও Emergency তে Approval পেয়ে ভিসাও হাতে পেয়ে যায়! ও এখন দিন গুণছে আসার! তারপর কিন্তু ও IELTS এর registration cancel করে টাকাও ফেরত নিয়েছে! আমাকে বলে ভাই আর IELTS দিয়ে লাভ নাই। টাকাটা নিয়ে নেই। আমি ওর কথা শুনে এতটা হাসছিলাম সেদিন তা বলতে পারব না!
By the way, তানজিম USA তে শুধু এই একটা University তেই আবেদন করেছিলো! এমনকি আর অন্য কোন দেশেও না! ওটাই প্রথম আর ওটাই শেষ!!
Bottom Line:
ও কেন এটা করতে পারল IELTS, GRE ছাড়াই?
মূলত ৩ টা কারণঃ
আমজনতার জন্য উপদেশঃ