আমি যেহেতু GP এর ব্যবহারকারী তাই সেটা নিয়েই বলা ভালো। GP তে যে কোন Roaming করতেই Credit Card আবশ্যক। তবে এক্ষেত্রে নিজের Credit Card নাহ হলে আপনি যার Credit Card ব্যবহার করবেন তাকে সাথে করে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ যার ই Credit Card হোক না কেন তা Dual Currency (USD) হতে হবে + Passport এ Endorse করা থাকতে হবে + Online Payment Gateway Open থাকতে হবে। এখানে তাদের বিভিন্ন প্রকার Roaming Service আছে দেখতে পারেন: grameenphone.com/personal/services/roaming/roaming-packages আমি নিজে Basic Roaming করেছিলাম। তবে একজন tech savvy হিসাবে আমার Standard Roaming নেওয়া উচিত ছিলো। এটা চরম বিপদের দিনে কাজে লাগে। যদিও আমি সেদিন কিছুটা আশ্চর্য হয়েছি Mexico তে Internet এর রেট দেখে। GP তে Mexico তে TK 500/MB চার্জ করে!! ভাবা যায়!!
GP এর Roaming করতে আমি GP House এর নিচে গিয়েছিলাম। GP House ছাড়া সম্ভবত GP এর Gulshan Service Center এও এ সেবা দেয়। এ ছাড়া জেলা সদরে কোথায় দেয় তা জানা নেই। Roaming নিয়ে তথ্য জানতে আপনারা insta.service@grameenphone.com এতে মেইল করেও জানতে পারেন। তারা Weekday তে দ্রুতই Reply করে।
Roaming করার কিছু কারণঃ
Roaming এর কিছু সর্তকতাঃ
অন্যদিকে Robi ছাড়া অন্য Operator যেমন Banglalink, Teletalk এও Credit Card লাগে চেক করেছিলাম।
সবশেষে একটা কথাই বলব Roaming করতে যেয়ে কিছু নাহ বুঝলে শেষ মেষ সিম অফ করে রাখবেন টাকা কাটার জন্য। তাই করা ভালো কিন্তু বুঝে সুঝে ব্যবহার করবেন। নাহ হলে দেখা যাবে ১-২ সপ্তাহতেই ১-২ হাজার টাকা বিল তুলে ফেলেছেন!
আর Roaming এ মাসে কেমন বিল উঠবে এটা সম্পূর্ণ আপনার খরচের উপর নির্ভর করবে। সেটা মাসে “0” টাকাও হতে পারে আবার কয়েক হাজার টাকাও হতে পারে।
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_abroad_life দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।