মালয়েশিয়া ঘুরব, নিজেই ট্যুর প্যাকেজ বানাব
এই পর্বটি মূলত মালয়েশিয়াতে ঘুরতে গেলে কি পরিমান সময় নিয়ে যাবেন কি করবেন সেটা নিয়েই। বলতে পারেন এটায় প্যাকেজ ম্যাকিং শিখায় দিব। তাহলে শুরু করে দেওয়া যাক।
যদি ৩ রাত ৪ দিনের পরিকল্পনা থাকেঃ
খরচ হবে ফ্লাইট (20,000–30,000/- ), হোটেল ৩ রাত (2000/- করে 6000/-) আর বাকি 10,000–15,000 অন্যান্য খরচা।
যদি ৬ রাত ৭ দিনের পরিকল্পনা থাকেঃ(Including Langkawi)
আর যদি আমার মত ১৫ দিনের পরিকল্পনা করেন তাহলে নিজের মত পরিকল্পনা করে নিবেন আমার পুরো ব্লগ অনুসারে। তবে হ্যাঁ আপনি Penang এ অবশ্যই যাবেন। অসম্ভব সুন্দর একটি UNESCO World Heritage Town আছে যা George Town। আর তখন ফ্লাইটটা নিবেন এভাবে Kuala Lumpur-Penang-Langkawi-Kuala Lumpur। মাল্টি সিটির অপশন দিয়ে ফ্লাইট নিয়ে নিবেন। খুব বেশি না মাত্র ১০০০-১৫০০ টাকা বেশি হবে ফ্লাইটে।
আর হ্যাঁ যারা লংকাউই যাবেন তারা যদি ব্যাক প্যাক ট্রাভেলার হন তাহলে লংকাউই শুরুতে রাখবেন এতে শহরে ঢোকার খরচা টা বেচে যাবে। এমনকি এয়ারপোর্ট হোটেলেও থাকতে পারেন। বেশ কমে থাকা যায়। ওখানেই লাগেজ রাখতে পারেন।
এই ছিলো মালয়েশিয়া ভ্রমণের খুঁটি নাটি। যে কোন মন্তব্যকে স্বাগত জানাবো আমি। ভালো লাগলে ধন্যবাদ জানাতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই। পরের পর্ব মেলাকা বা মালাক্কা নিয়ে। আশা করি পড়বেন।