২০১৮ সালের শেষ দিকে Tourist Visa করার জন্য আবেদন করি। সে যাত্রায় ফোন পেলেও ভিসা কপালে জোটে না। উল্টো কপালে জোটে VL সাইন।
এবার একটু কৌশলি হলাম। বেশ আট ঘাট বেঁধে কাজে নামলাম। সম্ভবত জুলাইতে একটা কনফারেন্সের আমন্ত্রণ পত্র হাতে পাই। কনফারেন্স Nov 07– Nov 09। এবার আর Tourist Visa করার জন্য আবেদন করি নাই। এবার করলাম Non-immigrant ED অর্থ্যাৎ Education ক্যাটেগরির ভিসা। এটা কনফারেন্সের জন্যই।
যা কিছু লেগেছেঃ
ভিসা ফিঃ ৬৮৪০ টাকা। (Non-immigrant ED ক্যাটেগরির ভিসা ফি প্রায় ডবল)
নিজের ভিসা নিজেই জমা দিন। এজেন্সিতে দিলে নানা ধরণের সমস্যায় পড়বেন। সকল ডকুমেন্টে বানান যাচাই করবেন। আমি মনে হয় ৬-৭ দিন পর ভিসা পেয়েছিলাম।
এখন আমার গল্পটা Freelance IT professional, Student দের নিয়ে। Freelance IT professional রা পেশাগত প্রমাণ পত্রের জন্য Trade License (English এ না হলে নোটারি করে দিবেন), Visiting Card আর কোম্পানির প্যাডে Visa request letter, Tour Itinerary লিখে দিবেন।
আর Student দের জন্য Leave of absence, NOC বিশ্ববিদ্যালয়ের থেকে নিয়ে দিবেন। আর Bank Statement, Bank Solvency certificate বাবা বা মায়ের টা দেওয়া উচিত। আর আমার মত হতভাগা হলেও সমস্যা নাই নিজেরটা দিলেও চলবে। চেস্টা করবেন ১ লাখের উপরে ব্যালেন্স রাখতে।
আর সকলের জন্য হঠাৎ করে টাকা জমা করবেন না। মিনিমাম ৩-৪ মাস আগে থেকে কিছু পরিমান করে জমা করবেন।
এরপরও হয়ত কেউ অভিযোগ করবে তার Tourist Visa হয় নাই! হ্যাঁ এবার আপনার জন্যই আমার এ লেখা।
Thailand এ সারা বছর আপনার নিজের ডোমেইনের (আমার জন্য IT) প্রচুর ইভেন্ট হয়। আপনি যে কোন ইভেন্ট তথা Conference এর যোগ দেওয়ার বিনিময়ে Invitation letter পেতে পারেন। youthop.com (Youth Opportunities) এখানে প্রচুর ইভেন্ট এর খোঁজ পাবেন। যে গুলোতে অংশ নেওয়ার বিনিময়ে Invitation letter পাবেন। Youth Opportunities এ না পেলে আমার এই লেখাটি পড়ে (https://medium.com/@smsnobin77/search-youth-opportunity-73f2d75982b9) ইভেন্টের খোঁজ পেতে পারেন।
সাধারনত Malaysia, Thailand, Singapore এর অ্যাম্বাসি গুলো ইভেন্ট তথা Conference এর Invitation letter পেলে ভিসা ইস্যু করে। উদাহরণ স্বরুপ আমি Malaysia অ্যাম্বাসির ফোন না ধরেও ভিসা পেয়েছি। ওটাও ছিলো একটা conference এ যোগ দেওয়ার জন্য।
ইভেন্টে অংশ নেওয়ার পাশাপাশি আপনি ঘুরতেও পারেন। কোন অসুবিধা হবে না। আর একবার Malaysia, Thailand, Singapore এর ভিসা পেলে আর কোন সমস্যা নেই দ্বিতীয় বারে।
ইভেন্টে অংশ নিয়ে আমার মত হতভাগারা VL sing এড়াতে পারে 🙂
শুভ হোক আপনার ভ্রমণ।