আমি মূলত Computer Science and Engineering ব্যাকগ্রাউন্ড থেকে। তবে ছোট বেলায় যখন UN বা এর বিভিন্ন Agency যেমন UNICEF, UNDP, WHO, World Bank এসব নিয়ে পড়তাম তখন বেশ একটা infatuation কাজ করত। এসবে কারা কাজ করে? কি করে এসব জানার খুব ইচ্ছা হত।
তারপর জাবিতে এসে প্রথম বর্ষে থাকা কালিন রিয়াজ ভাইয়ের হাত ধরে JUMUNA এর প্রতিষ্ঠালগ্নেও কিছু কাজ করছি। এরপর থেকে মনের ভিতর বেশ ইচ্ছা ছিলো কেমন হবে আসল কাজগুলো। যদিও আমার Engineering ব্যাকগ্রাউন্ড তাও Computer Science তাই উন্নয়ন সংস্থাগুলোতে কাজের পরিধি বা সুযোগ দুটোই কম। যদিও কিছু থাকলেও তাও অনেক উচুঁ লেভেলের। ফ্রেশারদের জন্য না।
গত কিছু দিন ধরে মানে ২০১৮ থেকে মনে হয় UN Volunteers Bangladesh এর সাথে পরিচয়। তাদের ফেসবুক আমি নিয়মিত ফলো করি। তাদের advertisement গুলোর সাথে আমার প্রোফাইল কিছুতেই মিলে না। আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। হঠাৎ একদিন মনে হয় গত ডিসেম্বরে একটা পজিশনের advertisement পাই। Web Developer V-Act Volunteer। যেই পেলাম আবেদনও করে দিলাম। কারণ web development এর উপর আমি সিদ্ধহস্ত। ব্যাস ডাকও পেয়ে গেলাম। তারপর চলল সেই কাজ। অফিস টা সেই IDB Bhaban এ। ঢাকা শহরের মধ্যে এরপর নিরাপত্তার চাদরে ঢাকা ভবন দু একটা কমই আছে। প্রতিদিন পার্সপোর্ট দিয়ে ঢুকা লাগত ;P কারণ আমার NID ছিলো না।
মূলত UN এ দুধরণের volunteer নেওয়া হয়। V-act যেমন ৩০-৪৫ দিন এমন চুক্তি আর আরেকটা ১ বছরের চুক্তি, তাদের Living Allowance দেওয়া হয়। যদিও দুধরণের কাজই ফুল টাইম, অফিস জব। আর UN এ ১ বছরের চুক্তি যাদের থাকে তাদের ও প্রায় ২ বছরের অভিজ্ঞতা দেখাতে হয়। অন্যদিকে V-act দের তেমন কিছু নেই যদিও আমার যথেস্ট অভিজ্ঞতা ছিলো freelance কাজ করার।
UN System এ বিশেষত Volunteer, Intern, Contract, Staff, Consultant বিভিন্ন ক্যাটাগরির জব থাকে। তবে ফ্রেশারদের জন্য Volunteer, Intern পজিশন দিয়েই শুরু করতে পারে। বিশেষত যাদের Development সম্পর্কিত বিষয় থেকে পড়া থাকে তাদের জন্য বেশ সুবিধার। তারা তাদের ক্যারিয়ার Development sector এ শুরু করতে পারে।
UN তাদের জবগুলো careers.un.org/lbw/Home.aspx এখানে পোস্ট করে থাকে নিয়মিত। এরকম অন্য এজেন্সিগুলোরও নিজেদের পোর্টাল আছে। তবে হতাশার কথা হল UN এর বেশিভাগ intern পজিশনই unpaid হয়ে থাকে =D তবে ক্ষেত্র বিশেষে তারা living allowance দেয়। তবে আশার কথা আমার দৃষ্টকোণ থেকে UN System এ একটা unpaid intership করারও অনেক মূল্য আছে। অনেক ফ্রেশার মুখিয়ে থাকে UN System এর একটা internship এর জন্য। আর নিজের প্রোফাইলের সাথে মিলে গেলে home or abroad এটা দেখবেন না আবেদন করে দিবেন।
UN Volunteers Bangladesh তাদের ফেসবুক পেজে দেয়।facebook.com/UNVBangladesh/ UN Volunteer এর পোর্টাল vmam.unv.org এও দেখতে পারেন।
Translators without Borders (translatorswithoutborders.org/careers/) ক্যারিয়ার গড়ার জন্য চমৎকার একটি জায়গা। বাংলাদেশে অনেক কাজ করলেও তেমন পরিচিত না। এখানে অনেক পজিশনে recruit হয় দেখতে পারেন।
এরকম এজেন্সি গুলোর নিজেদের সাইট বা পোর্টাল থাকে একটু গুগল করলেই পাওয়া যাবে। UN বাদে অন্য development organization গুলো bdjobs.com এও বেশ ভালো advertisement দেয়। সেসবে দেখতে পারেন। আমার Development sector এ আমার ক্যারিয়ার গড়ার ইচ্ছা নেই তাই এত টা গবেষণা করে লিঙ্ক দিলাম না। ইচ্ছা করেই। নিজের গরজে দেখে নিবেন আমি পথ বলে দিলাম।
আর প্রোফাইল টা নিজের মতই develop করবেন। উদাহরণস্বরুপ আপনি GIS নিয়ে কাজ করেন তাহলে এই সম্পর্কিত কাজ প্রোফাইলে রাখার চেস্টা করবেন। একটা চালাকি হল যে প্রতিষ্ঠান টার্গেট করবেন সেটার পূর্ববর্তী advertisement গুলো দেখা। যদি সম্ভব হয়। আর প্রত্যেকটা জবেরই specification থাকে। আবেদন specification অনুসারেই করতে হয়। আমি UNV Bangladesh এর ইমেইলে সিভি দিয়ে ছিলাম। আর ইন্টারভিউ এর জন্য একটি উপদেশ হল অতিরিক্ত কিছু বলবেন না। যা চাই তাই উত্তর দিবেন। ব্যাটে বলে মিলে গেলে তারা আপনাকে নির্বাচন করবেই। সাধারণ প্রোফাইল পুরো মিলে গেলে সম্ভাবনা অনেক বেড়ে যায় নির্বাচিত হওয়ার।
আমার দেখা বেশ কিছু জাবিয়ান সফল মানুষ Development organization এ এরকম intern, volunteer পজিশন থেকে বেশ ভালো পজিশনে ফ্রেশার হিসাবেই জায়গা করে নিয়েছে তাই নিজের বাস্তব কিছু অভিজ্ঞতা থেকেই লেখা আজকের এই ব্লগ। কারও উপকারে লাগলে ধন্যবাদ জানাতে ভুলবেন না। যদিও NDA থাকে প্রত্যেকরেই তাই বেশ কিছু তথ্য দিতে পারি নাই। সে জন্য দুঃখিত। ওসব তথ্য আপনি যোগ দিলেও জানতে পারবেন।