গল্পের শুরুতেই বলে নেওয়া ভাল ফ্রিল্যান্সিং বলতে গেলে বাংলাদেশের একটা হট কেক। আসলে ফ্রিল্যান্সিং বলতে কিছু নেই। সব পেশাই ফ্রিল্যান্স/মুক্ত হতে পারে যেমন ফ্রিল্যান্স ফটোগ্রাফার, ফ্রিল্যান্সিং জার্নালিস্ট, ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার। আসলে ফ্রিল্যান্স বলতে বোঝায় সে খন্ডকালীন ভাবে যুক্ত। যদি কথাটা খন্ডকালীন তবে এটারও ধারণা পাল্টেছে। অনেকে ফ্রিল্যান্স পেশাটিকেই পেশা হিসেবে নেয়। তবে কাজটা করে ফ্রিল্যান্স ভাবেই। খাসা বাংলা কথা যখন যেখানে ডাক পায় সেখানে যায়।
তবে ফ্রিল্যান্সিং বলতে বর্তমানে বাংলাদেশে কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন কাজকেই বুঝানো হয়। অধিকাংশ মানুষেরই এ নিয়ে পুরো ধারণা থাকে না। এমনকি কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা করা লোকজনেরও এ নিয়ে পুরো ধারণা থাকে না অনেক সময়। তবে যে কেউ/ যে কোন পেশার লোকজনই চেস্টা করলে এ পেশায় আসতে পারে।
তবে আজকের আলোচনার বিষয় তথা কথিত ফ্রিল্যান্সিং নিয়েই।
কিভাবে শুরু করব?
– হ্যাঁ প্রথমের আপনাকে যে কাজটি করতে হবে তা হল নিজেকে সময় নিয়ে তৈরি করে নেওয়া। যদি আপনি কম্পিউটার সায়েন্স সম্পর্কিত বিষয় থেকে আসেন তবে আপনার জন্য পথ টা বেশ সহজই। আর নাহ হলেও অসুবিধা নেই। বর্তমানে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা ফ্রিল্যান্সিং নিয়ে অনেক স্বল্পমেয়াদী/দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে থাকে। এমনকি সরকার থেকেও অনেক স্বল্পমেয়াদী কোর্স করানো হয়।
কোন কাজটি দিয়ে শুরু করব?
এটা নিয়ে চিন্তা করার আগে আপনি Fiverr, https://www.upwork.com/i/freelancer-categories-all/ এখানে যেয়ে দেখে নিতে পারেন কত ধরণের কাজ পাওয়া যায়। তবে বাংলাদেশে Graphic Design, Web Development, Digital marketing, WordPress theme development, Accounting management system, Android app development, Content writing, সহ বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদী কোর্স করানো হয়। আপনি CSE ছাড়া অন্য কোন বিষয়ের হলে উচিত হবে Graphic Design, Web Design, Digital marketing, Content writing এর মত সহজ কোন বিষয় নিয়ে আগানো। অন্য গুলো নিয়েও আগাতে পারেন তবে আপনাকে কিছু প্রোগামিং ভাষা শিখতে হবে। যা বেশ সময় সাপেক্ষ।
সময় কত লাগবে?
– Graphic Design, Web Design এর সহজ কোন বিষয় নিয়ে শুরু করে কঠোর পরিশ্রম করলে কমপক্ষে ৩-৪ মাস লাগবে সবগুলো টুল শিখতে। তারপর মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলার মত অবস্থায় যাবেন। এরপর হয়ত আরও কিছু দিন লাগবে কাজ পেতে। সেটা কখন ১+ বছরও হতে পারে। তবে সরাসরি বলতে গেলে সহজ কাজগুলোর বাজার অনেক কঠিন। কারণ সেখানে কঠিন প্রতিযোগিতার সম্মুখিন হতে হয়।
আর CSE সম্পর্কিত বিষয়ের লোকজনের উচিত প্রোগামিং রিলেটেড কিছু দিয়ে শুরু করা। শুরুতে বেশ বেগ পেতে হবে। তবে একবার চালু হয়ে গেলে ঘন্টায় ১০-১০০ ডলারও কোন ব্যাপার হবে না।
তবে মূল কথা হল, এখানে কোন শর্টকার্ট নেই। যে আপনি ২-৩ মাসেই উপার্জনক্ষম হবেন। যদি কেউ বলে থাকে সেটা মিথ্যা কথা।
কত টাকা উপার্জন করা যায়?
– ফ্রিল্যান্সিং সম্পর্কিত যে কোন পেশাতেই উপার্জনের কোন লিমিট থাকে না। আমার দেখা এমনও মানুষ আছে যারা মাসিক ১০,০০০+ ডলারও উপার্জন করে থাকে। এমনও আছে যারা এখন অবধি কয়েক লাখ ডলারও উপার্জন করে ফেলেছে। আবার এমন আছে যারা নিজে কাজ করতে করতে কোম্পানি প্রতিষ্ঠিত করে ফেলেছে। যেসব কোম্পানির বাজার মূল্য মিলিয়ন ডলার ছড়িয়ে।
কোথায় কাজ শুরু করব? – বিভিন্ন প্রতিষ্ঠত মার্কেটপ্লেস আছে যেখানে আপনি শুরু করতে পারেন। Upwork, Fiverr, Freelancer, PeoplePerHour, 99designs, Guru, Envato, Microwork বেশ জনপ্রিয় সাইটগুলোর মধ্যে অন্যতম।
কিভাবে উপার্জিত টাকা নিয়ে আসব?
– আপনার উপার্জনের টাকা বিভিন্ন ভাবে নিয়ে আসতে পারেন। এর মধ্যে Payoneer, Skrill, Xoom জনপ্রিয় মাধ্যম। এছাড়াও আপনি এখন সরাসরি ব্যাংক এও নিয়ে আসতে পারেন।
আমি CSE নিয়ে পড়ছি। কিভাবে, কখন শুরু করব?
– শুরু তেই বলে নেওয়া ভাল কাজটা ফ্রিল্যান্সিং হলেও প্রফেশনাল কাজ। তাই লেখাপড়া অবস্থায় শুরু করলে কমপক্ষে ৩য় বর্ষ থেকে পরীক্ষামূলক ভাবে শুরু করা যায়। যদি না পারো সমস্যা নেই। স্নাতক সম্পূর্ণ করার পর কোন একটা দেশীয় কোম্পানিতে শুরু করতে পারো। তারপর ইচ্ছা থাকলে পেশা পরিবর্তন করতে পারো।
CSE ছাত্র হয়ে কোন বিষয়টি নিয়ে শুরু করব?
– তুমি যে কাজটি করতে পারো মার্কেট গবেষণা করে কোন একটি স্কিল নির্বাচন করতে পারো। তারপর ১-২ বছর সময় হাতে নিয়ে প্রস্তুত হতে পারো। তবে তুমি একটু চালাক হলে একটু অালাদা বিষয় নির্বাচন করতে পারো। সেক্ষেত্রে তোমার কাজ পেতে অনেক কম সময় লাগবে এবং ভাল উপার্জন করতে পারবে।
বাংলাদেশে কোথায় শিখব?
– চারপাশে চোখ কান খোলা রাখলে বেশ কিছু প্রতিষ্ঠান পাবে। অনেক গুলোতে সরাসরি ফ্রিল্যান্সিং না শেখানো হলে পেশাগত দক্ষতা অর্জন করার জন্য বেশ ভাল কিছু কোর্স করানো হয়। যেমনঃ coderstrust, BITM, LEADS, New Horizons, Creative IT, Tech Masters। এছাড়াও আপনি ঘরে বসেও শিখতে পারেন। বর্তমানে হাসিন ভাইয়ের Learn With Hasin Hayder বেশ জনপ্রিয়। ফ্রিতেও শিখতে পারেন। তবে ইউটিউব ঘেটে। রাসেল ভাইয়ের RRF Online এ বেশ মানসম্মত ভাল টিউটরিয়াল পাবেন। আসল কথা পথে নামলেই পথ চেনা যায়। ইচ্ছা থাকলে উপায় হয়।
লেখকের যোগ্যতাঃ
বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CSE নিয়ে চতুর্থ বর্ষে লেখাপড়া করছি। ফ্রিল্যান্স ওয়েব ডেভেলোপার হিসেবে বর্তমানে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করছি। আমার যাত্রাটি শুরু হয়েছিল যখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি। বলতে গেলে ২০১১ সাল থেকে। Upwork এ টপরেটেড, Fiverr লেভেল ২ সেলার, PeoplePerHour লেভেল ৫ সেলার হিসাবে কাজ করেছি। Upwork এ ২০১১ সাল থেকে প্রায় ১০০০+ ঘন্টা কাজ করা অভিজ্ঞতা আছে।