শিরোনামটি দেখেই হয়ত বুঝে গেছেন আজ লিখব H.S.C/A Level/সমমানের পর কিভাবে দেশের বাইরের কোন বিশ্ববিদ্যালয়ে স্নাতক/Undergrad করা যায় তা নিয়ে।
আর্টিকেলটি লিখছি হতাশা থেকেই। কারণ আমার স্কুল জীবনে খুব ইচ্ছা ছিলো স্নাতক/Undergrad আমি দেশের বাইরে করব। কিন্তু নানান প্রতিকূলতায় তা আর সম্ভব হয়ে উঠেনি। আমার আর্টিকেলটি মফস্বলের শিক্ষার্থীদের জন্যই লেখা। কারণ তারা তথ্যের অভাবে আমার মত ইচ্ছা থাকলেও তা করতে পারে নাহ। ঢাকাতে বা বড় শহরে বিভিন্ন সেমিনার বা fair থেকে শিক্ষার্থীরা জানতে পারলেও তা মফস্বলের শিক্ষার্থীদের জন্য জানা সম্ভব হয় না।
প্রথমেই আসি কিভাবে করা যায় তা নিয়ে। দুটি উপায়ে: ১) বাপের টাকায়!! ২) মেধা দিয়ে স্কলারশিপ যোগাড় করে।
আজ মূলত আমি ২য় টি নিয়ে বললেও শেষ দিকে ১ম টির কথাও বলে যাব।
কি কি লাগে তা বলে ফেলি।
এই কটিই প্রধান। তারপর Statement of Purpose, Recommendation letter (নেটে ঘাটাঘাটি করলেই পাবে। তারপরও যদি পারো তোমার স্কুল কলেজের শিক্ষকের থেকে লিখে নিতে পারো। তবে তাহারা আপদ ভাবে এসব বা নামই শোনে নাই! আমি তাচ্ছিল্য করছি না। মফস্বল হলে এমনই হবে।) ছাড়াও আরও ছোট খাট ডকুমেন্ট লাগতে পারে তা আবেদনের সময় করে নিতে পারবে। তেমন বড় কিছু নাহ।
এবার বলি কোন কোন দেশে কি কি বৃত্তি দেয় তা নিয়ে। এটা বেশ গুরুত্বপূর্ণ আলাপ সালাপ বলা যেতে পারে।
তবে ভারত ছাড়া বাকি সব কটিতেই IELTS প্রয়োজন পড়ে। হয়ত আবেদন করতে পারলেও Selected হতে IELTS লাগবেই।
এছাড়া USA, Canada, Australia, England এ বৃত্তি পাওয়া যায় Undergrad পর্যায়ে তবে সেটা খুবই কম। পেলেও সেখানে SAT-I বা SAT-II এর requirement থাকে। বা বিভিন্ন extra-curricular activities চায়। যেমন Harvard, Yale, MIT বা Ivy league এর বিশ্ববিদ্যালয় গুলোতে বিভিন্ন extra-curricular activities এ অংশগ্রহণ কৃত শিক্ষার্থী চায়। যেমন বিভিন্ন Olypiad এ অংশগ্রহণ বা অংশগ্রহণ করে সম্মাননা পাওয়া। তবে এটা বৃত্তির জন্য। Self-finance এ যোগ্যতা থাকলে পড়তে পারবে।
USA তে University search এর জন্য collegeboard.org এর সাইটটি বেশ কাজের। এ ছাড়া Dhaka তে American Center, EMK Center,(facebook.com/EMKCenter/) এর ঢু মারলে অনেক তথ্য পাবে। তারা US govt এর অফিসিয়াল বলতে গেলে। বিনা পয়সায় সাহায্য করবে তারা।
এছাড়া অনেকেই তথ্য অভাবে মালয়েশিয়া বা থাইল্যান্ডের মত জায়গাতে পড়তে যেতে পারে না। অথচ বাংলাদেশে বেসরকারিতে পড়ার টাকা দিয়ে সেখানকার ভালো মানের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। এজন্য IELTS থাকলে অনেক সুবিধা পাবে। আর Google তো আছেই তাহলে Agency কেন? IELTS দিয়ে নিজে নিজেই আবেদন শুরু করে দিতে পারো। আর facebook.com/groups/HigherStudyAbroad/, facebook.com/groups/nextop.usa/, facebook.com/groups/bsfg.official/ সহ বিভিন্ন গ্রুপ আছে। পোস্ট করলে যে কেউ সাহায্য করবে। তবে হ্যাঁ Germany তে পড়তে বেশ কষ্ট হবে কারণ ওরা 13 grade চায় মানে তোমাকে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১ বছর পড়ে সেটা দেখাতে হবে। এটা বেশ ঝামেলার এবং ব্যয় বহুল।
আর শেষে বলে দেই প্লানিং কিভাবে করবে? বিদেশে পড়ার জন্য Determind হলে HSC এর পরই IELTS এর প্রস্তুতি নেওয়া শুরু করে দিবে। বিভিন্ন গ্রুপ IELTS এর প্রস্তুতি কিভাবে নিবে তা নিয়ে হাজারও আর্টকেল আছে পড়ে নিতে পারো।একটু দুর্বল হলে ঢাকাতে এসে বিভিন্ন কোচিং MOC IELTS exam দিয়ে নিজেকে ঝালিয়ে নিয়ে পরীক্ষা দিবে। November এর শেষ দিক থেকে উপরের স্কলারশিপ গুলোতে আবেদন করতে থাকবে।
আর লাদ খাওয়া মাল হলে মানে কোথাও না চান্স পেয়ে থাকলে করতে পারো শেষ চেস্টা হয়ত হয়ে গেলেও হতে পারে।
এই তো শেষ। হয়ত আজকের পাঠক হিসাবে তুমি বিশ্বের কোথাও ভর্তি হয়ে আমাকে ভার্চুয়ালি সারপ্রাইজ দিবে।