Chinese Government Scholarship-2020 এটি মূলত Chinese Scholarship Council (CSC) নামে পরিচিত। এসব সরকারি বৃত্তির খবর শিক্ষা মন্ত্রালয়ের সাইটে সুন্দর করে দেয় প্রতিমাসে।
এবার আসি আবেদন করতে কি কি লাগল আমার। বৃত্তির জন্য দুই জায়গাতে আবেদন করা লাগে। কোন জায়গায় বাদ দিলে হবে না। ১। scholar.banbeis.gov.bd/cscchina এটা মন্ত্রালয়ের পার্ট। এখানে নাম ধাম, কোন বিষয় গুলোতে আবেদন করতেছেন, IELTS/TOEFL স্কোর, school, college, university এর তথ্য দিতে হয়ে থাকে। ২। studyinchina.csc.edu.cn এটা চাইনিজদের পার্ট। এখানে দুটো Section থাকে Personal Details আর Application Information। Personal Details: এখানে নিজের নাম ধাম দিবেন, নিজের যা যা আছে তা সব এখানে দিতে হবে। Application Information: এখানে Type A select করতে বলা হয়েছে মন্ত্রালয় থেকে। ওদের বিজ্ঞপ্তিতেই বলে দিছে। আর এখানে Agency number হিসাবে 0501 দিতে হবে। এটাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর পর language test score, Subject, University name এসব দিতে হয়েছে। আমি University খুঁজে নিয়ে বেশ উপরের সারির ৩ টা University দিয়েছি। রেংকিং দেখতে Usnews এর রেংকিং দেখেছি। আর দিয়েছি Beijing এর সব। আমার Beijing এ থাকার ইচ্ছা তাই।
এরপর কি কি Documents Upload করতে হবে তাতে আসি।
এই তো শেষ। আবেদন শেষ হয়ে গেলে Submit করে Application Form Download করে নিবেন।
আবেদন শেষ হলে বড় টাইপের (A4 Size) খাম কিনবেন দোকান থেকে Stationary দোকানে পাওয়া যায়। আমি ২ টাকা দিয়ে কিনেছিলাম। এর পর খামে মন্ত্রালয়ের সিরিয়াল অনুসারে documents সাজিয়েছিলাম। খামের উপর সুন্দর করে নাম ধাম লিখে প্রিন্ট বা হাতে লিখে দিবেন।
Tracking no টা মন্ত্রালয়ের পার্ট থেকে পাবেন। আমার এই ছবিটা দিলেই হবে। এটা পুরো বিশুদ্ধ। মন্ত্রালয়ের সাইটেই লেখা আছে এভাবে দিতে হবে। এরপর খাম আঠা দিয়ে বন্ধ করে জমা দিবেন। আর নোটারি কপি ছাড়া সব কিছুর ফটোকপি দিবেন। ভুলেও কিছু মেইন কপি দিবেন না।
ব্যাস সব শেষ হয়ে গেলে সকাল ১০ টার ভিতর সচিবালয়ে ২ নং গেটে ৯ নম্বর কাউন্টারে জমা দিয়ে আসবেন। আমি দিতে পারি নাই এখানে। সোমবারে গিয়েছিলাম। সোমবারে বন্ধ থাকে ৯ নং কাউন্টার আমি ৫ নং গেটের উপরের অফিসে জমা দিয়ে আসছিলাম। ওখানেও নেয়।
এই তো শেষ কাজ। আমি বাড়ি এসে ৯ ঘন্টার একটা ঘুম দিছি বিশাল। বৃত্তি পাইয়া গেছি তো ;P
মূলত সব সরকারি বৃত্তির আবেদন প্রক্রিয়া এমনই। শুভ কামনা সবার জন্য।