প্রথম বর্ষ / চতুর্থ বর্ষ! সিভি লিখতে দিলে সবারই মাথায় হাত পড়ে কি লিখব? তাই আমি মনে করি প্রত্যেকের উচিত বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই সিভি লিখা এবং প্রতি বছরে তা হালনাগাদ করা। যদি হালনাগাদ করার মত কোন কিছুই খুঁজে না পাও তাহলে বুঝবে তোমার সেই বছরে কোন উন্নতিই হয় নাই।
যে কেউ এই দুটি সিরিজ ফলো করতে পারোঃ
Ayman Sadiq এরঃ https://www.youtube.com/watch?v=kClBUux10XA&list=PL1pf33qWCkmi1NqX_grf-HAab8B3BkqCA
G. Sumdany Don এরঃ
https://www.youtube.com/watch?v=_42jBVtQv1M&list=PL1pf33qWCkmiPE9SC0NKSQJp6UdVqOLIy&index=9
এছাড়াও youtube অনেক ইংরেজি ভিডিও আছে। তবে বাংলাদেশের প্রক্ষাপটে এই দুটো ভিডিও দেখলেই অনেক।
এমনকি কারও ব্যক্তিগত কোন প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করতে পারো আমি সময় মত উত্তর দেওয়ার চেস্টা করতে থাকব।