ব্লগটি আগেও লিখেছিলাম। এবার কিছু Modify করে আবারও প্রকাশ করলাম।
উল্লেখ্য 2022–23 সেশনে Stipendium Hungaricum এ January এর 15 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। Bachelor, Master’s, PhD তিন ক্যাটাগরিতে আবেদন করা যায়।
২০১৮ তে প্রথম হাঙ্গেরীতে বৃত্তির আবেদন শুরু হয়। সে বার করা হয় নি কারণ স্নাতক তখনও শেষ হয় নাই। আমিও অনেক সাহস নিয়ে ফেললাম। তাই ২০১৯ সালে রেজাল্ট বের হতেই ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট সব তুলে ফেলি জরুরী ভিত্তিতে। গত বছরের সাথে এবারও চোখ রাখছিলাম কখন বৃত্তির বিজ্ঞপ্তি দেয়। বেশ বিজ্ঞপ্তি দিয়ে দিলো নভেম্বরের শেষ দিকে। তবে থাইল্যান্ড থেকে ফিরে হঠাৎ মাথায় চাপলো ওহ আমার IELTS দিতে হবে। যেই বলা সেই কাজ। আসলে তখন সময়ও বেশি ছিলো না। Registration করে ফেললাম রাতের ভিতরই যদিও দুর্ভাগ্যবসত আমার IELTS Score আশানূরুপ হয়নি। হয়ত আরও প্রস্তুতি নিতে হত। কিন্তু সময় অভাবে হয় নি। তবে হাঙ্গেরীতে প্রায় বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ই CEFR Level B2 চায় যার রেঞ্জ (5.5–6.5) তাই আবেদনে আমার কোন সমস্যা হয় নি।
তারপর 2020 সালেও IELTS এ 6.5 পেয়ে আবেদন করি। তারপরও কপালে জুটে নাহ। তবে খুশির কথা হল ২০১৯ সাল থেকে কম করে হলেও 5–6 জন শিক্ষার্থী আমার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগীতায় Stipendium Hungaricum বৃত্তি পেয়েছেন। আমার এক সিনিয়র আপু তো আমার পোস্ট দেখেই আবেদন করেন। তারপর বৃত্তিও জুটে যায়।
তবে গত বছর থেকে একটা জিনিস দেখা যাচ্ছে। ভালো CGPA (3.6+/4.00), ভালো IELTS Score থাকলেই মন্ত্রালয় নির্বাচন করছে। বিগত বছরে Without IELTS কিংবা 5.5 দিয়েও Scholarship পেলেও 2020 সাল থেকে তা কল্পনাও করা যাচ্ছে নাহ। আর অনেকে মন্ত্রালয়কে বিভিন্ন ভুয়া কথা বলে থাকেন। যার সত্যতা আজও পাই নাই। তাই এই বৃত্তির জন্য কোথায় কোন অবৈধ লেনদেন করা উচিত নাহ। যদিও বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বিগত বছরে বৃত্তি প্রাপ্তরা এই ধরণের প্রতারণা করছে বলে শোনা যাচ্ছে। তাই এসব অসাধু মানুষজনের থেকে দূরে থাকুন।
এবার আসুন কিভাবে আবেদন করতে হবে।
আবেদন ৩ ধাপে মানে ২ টি সাইটে করতে হয় আর অফলাইনে জমা দিতে হয় মন্ত্রালয়ে।
প্রথম ধাপ: এখানে apply.stipendiumhungaricum.hu আবেদন করতে হয়। মেনু থেকে Find programmes এ গেলেই search করার অপশন পাওয়া যাবে। এখানে Bachelor, Master আরও বিভিন্ন প্রোগাম আছে। নিজের ইচ্ছা মত অপশন নির্বাচন করে প্রোগাম বের করে নেওয়া যায়। এবার Master programme এ 243 টি প্রোগাম ছিলো বাংলাদেশীদের জন্য। এখানে Application এর অনেক গুলো ধাপ আছে। Profile, Contacts, Education এগুলোতে Applicant নিজেদের তথ্য দিয়ে পূরণ করবে। এরপর Lanugages এ Lanugage Test এর তথ্য দিতে হবে। এটা পরে দিলেও চলে কিন্তু মন্ত্রালয় আপনার Lanugage Test এর উপর নির্ভর করেই Select করবে তাই শুরুতেই দিতে হবে। Work experience এ কাজের অভিজ্ঞতা থাকলে দিবেন। Activities and hobbies অংশে আমি আমার Volunteer Activities গুলো দিয়েছিলাম। Motivation letter এ তারা কিছু প্রশ্ন দিয়ে দেয় সেগুলোর উপর ভিত্তি করে 4000 Characters এর ভিতর লেখতে হবে মোটামুটি ১ পেজ লেখলেই 4000 Characters হয়ে যায়। Other অংশে আমার Application এর সাথে related আরও কিছু তথ্য যেমন HONURS & AWARDS, EXTRA-CURRICULAR ACTIVITIES in detail, CCONFERENCES, MEMBERSHIPS, SEMINARS, CERTIFICATIONS, PROJECTS, SOCIAL MEDIA LINK আর কিছু তথ্য দিয়েছিলাম। আর Documents হিসাবে Language Test Certificate, Undergrad Certificate, Transcript, Passport, Medical Certificate, এসব আপলোড করেছিলাম।
২য় ধাপ: http://202.72.235.210/scholarship/hungary/ এখানে নাম ধাম এসব দিয়ে আবেদন করতে হয়।
এরপর আসি তৃতীয় ধাপে কিভাবে মন্ত্রালয়ে আবেদন জমা দিতে হবে।
আবেদন শেষ হলে বড় টাইপের (A4 Size) খাম কিনবেন দোকান থেকে Stationary দোকানে পাওয়া যায়। আমি ২ টাকা দিয়ে কিনেছিলাম।
খামের উপর সুন্দর করে নাম ধাম লিখে প্রিন্ট বা হাতে লিখে দিবেন।
Tracking no টা মন্ত্রালয়ের পার্ট থেকে পাবেন।
আমার এই ছবিটা দিলেই হবে। (Medium এ ছবি আছে) এটা পুরো বিশুদ্ধ। মন্ত্রালয়ের সাইটেই লেখা আছে এভাবে দিতে হবে। এরপর খাম আঠা দিয়ে বন্ধ করে জমা দিবেন। ভুলেও কিছু মেইন কপি দিবেন না।
কিভাবে সাজাবেন তার একটা নমুনা দেই।
১। http://202.72.235.210/scholarship/hungary/ থেকে প্রাপ্ত ফরম ডাউনলোড করে প্রিন্ট করবেন।
২। apply.stipendiumhungaricum.hu থেকে আবেদন জমা দেওয়া পর PDF প্রিন্ট করে নিবেন। ওখানে Language test Certificate, Transcript, passport, Certificate, Medical Certificate সব সিরিয়ালেই থাকবে। ওই ভাবেই সাজাবেন।
৩। এবার আর কি কি দিবেন! Police Clearance Certificate ফটোকপি দিবেন।
৪। SSC, HSC এর Certificate, Transcript এর ফটোকপি। (Bachelor এর pdf অংশের ভিতর ই থাকবে)
৫। CV (আমি Euro pass format এ দিয়েছিলাম)
৬। Reference letter (আমি ২ টা দিয়েছিলাম)
৭। Extra-curricular activities এর Certificate গুলো priority বা সালের ক্রম অনুসারে দিবেন।