(ব্লগটা মূলত ছোটদের জন্য লেখা। ওরা এত ইন্টারনেট ব্যবহার করে নাহ। তাই অনুরোধ থাকলো আপনার স্কুল, কলেজের গ্রুপ + পরিচিত দের পড়তে দেওয়ার জন্য। তাহলেই আমার এই লেখা সার্থক)
ব্লগটা মূলত বাচ্চা পোলাপানদের জন্য লেখা। দেশের বাইরেও যে পছন্দের বিষয়ে Scholarship নিয়ে পড়া যায় সেটা জানানোর জন্যই আমার এই হাউ কাউ করা। ঢাকা শহরের অভিজাত English Version/Medium এর শিক্ষার্থীদের কাছে বিদেশে Bachelor করাটা ডাল ভাত হলেও মফস্বলের বাচ্চারা সে নিয়ে বিন্দুমাত্র ধারণাও রাখে নাহ। হাতে গোণা কয়েকজন মাত্র এ নিয়ে ধারণা রাখে।
আমি HSC দিয়েছিলাম 2013 সালে। সেই সময় আজকের মত Facebook Group ছিলো নাহ। এত এত তথ্য ইন্টারনেটে পাওয়া যেত নাহ। তবু তখন আমি ICCR এর scholarship এর বেশ চেস্টা করেছিলাম কিন্তু হার্ড কপি, Attestation এসব ঝামেলায় আর আবেদন করাই হয় নাই।
থাক সে নিজের গল্প। এবার আসি আসল কাজে। কি কি ধরণের Scholarship আছে সে নিয়েই আলোচনা হোক।
১) ICCR Scholarship: এ বছরের আগে ICCR কতৃপক্ষ IELTS/TOEFL এর স্কোর চাইত নাহ। তারা English language assessment নিজেরা করত। কিন্তু এ বছর থেকে তারা একটা Essay লিখতে বলছে আর IELTS/TOEFL এর স্কোর চেয়েছে। এই বৃত্তিতে তুমি যে কোন ভারতীয় সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। কিন্তু IIT গুলো বাংলাদেশী শিক্ষার্থী তেমন নেয় নাহ। নিলেও SAT score চায়। আর এই বৃত্তির জন্য SSC, HSC তে GPA 5.00 থাকা ভালো। এই গ্রুপ থেকে বেশ কিছু সাহায্য পেতে পারো আবেদন করার জন্যঃ facebook.com/groups/842513882816649 এখানে Alumni রা আছে।
২) Stipendium Hungaricum Scholarship: এটি বাংলাদেশ থেকে ইউরোপে পড়তে যাওয়ার একমাত্র Fully Funded scholarship। আগে Year gap count করত নাহ। 2021 থেকে সেটা করছে। এর জন্য SSC, HSC তে GPA 5.00, IELTS এ 7 থাকা safe zone। এর আশে পাশেও হতে পারে কপাল ভালো থাকলে। এটি shed.portal.gov.bd (শিক্ষা মন্ত্রণালয় — বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে দেয়) এর মাধ্যমে আবেদন করতে হয়। তারাই এর বিজ্ঞপ্তি প্রতি বছর দেয়। এই গ্রুপ থেকে বেশ কিছু সাহায্য পেতে পারো আবেদন করার জন্যঃ facebook.com/groups/886430705092588 এখানে Alumni রা আছে।
৩) CSC (Chinese Scholarship Council) Scholarship: এটি China এর স্কলারশিপ। তবে তারা Chinese Language জানা থাকলে Preference দেয়। এর জন্য SSC, HSC তে GPA 5.00, IELTS এ 6.5 থাকা safe zone। এটি shed.portal.gov.bd (শিক্ষা মন্ত্রণালয় — বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে দেয়) এর মাধ্যমে আবেদন করতে হয়। তারাই এর বিজ্ঞপ্তি প্রতি বছর দেয়।
৪) Turkish Burslari Scholarship: Turkey সরকারের বৃত্তি এটা। এটার জন্য SSC, HSC তে GPA 5.00 থাকলে ভালো। English Medium এ পড়তে হলে IELTS এ 6.5/7 থাকা safe zone। না থাকলে Turkish Medium এ পড়তে হবে। আর ওরা 1 বছর নিবে Turkish ভাষা শিখাতে। এই গ্রুপ থেকে বেশ কিছু সাহায্য পেতে পারো আবেদন করার জন্যঃ facebook.com/groups/TurkeyScholarshipBD এখানে Alumni রা আছে।
৫) Diyanet Burslari Scholarship: এটিও Turkey তে পড়ার আরেকটি স্কলারশিপ। এটার requirement ও Turkish Burslari এর মতই ধরে নিতে পারেন।
৬) IsDB-Turkey International Joint Scholarship: এটিও Turkey তে পড়ার আরেকটি স্কলারশিপ। এটি এ বছর ই চালু হয়েছে। এটার requirement ও Turkish Burslari এর মতই ধরে নিতে পারেন।
৭) KNB Scholarship: এটি Indonesia সরকারের বৃত্তি। এটার জন্য SSC, HSC তে GPA 5.00 থাকলে ভালো। IELTS এ 6 থাকতে হবে। এটির জন্য Dhaka এর Indonesian Embassy থেকে একটা Recommendation letter ও নিতে হবে। আবেদন লিঙ্কঃ knb.kemdikbud.go.id
৮) Brunei Darussalam Scholarship: এটি Brunei সরকারের বৃত্তি। এটার জন্য SSC, HSC তে GPA 5.00 থাকলে ভালো। IELTS এ 6.5 থাকতে হবে। এটি shed.portal.gov.bd (শিক্ষা মন্ত্রণালয় — বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে দেয়) এর মাধ্যমে আবেদন করতে হয়। তারাই এর বিজ্ঞপ্তি প্রতি বছর দেয়।
৯) SII Scholarship: এটি India এর বৃত্তি। তবে এখানে সব বিশ্ববিদ্যালয় Fully Funded Scholarship offer করে নাহ। গুটি কয়েক করে।
১০) Romanian Government Scholarship: Romanian সরকারের বৃত্তি। এটির বিজ্ঞপ্তি Romanian High Commission, Delhi দেয়।
১১) MEXT Scholarship: MEXT জাপান সরকারের একটি মর্যাদা সম্পন্ন বৃত্তি। এটি shed.portal.gov.bd (শিক্ষা মন্ত্রণালয় — বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে দেয়) এর মাধ্যমে আবেদন করতে হয়। তারাই এর বিজ্ঞপ্তি প্রতি বছর দেয়।
১২) Egypt Government Scholarship: Egypt সরকারের বৃত্তি।
১৩) Azerbaijan govt Scholarship: Azerbaijan সরকারের বৃত্তি। এটির বিজ্ঞপ্তি Azerbaijan High Commission, Delhi দেয়।
১৪) Russian govt Scholarship: Russian সরকারের বৃত্তি। এটির বিজ্ঞপ্তি ধানমন্ডির facebook.com/RussianCultutalCentre দেয়। তবে এটি Fully Funded বৃত্তি নাহ। কিছু টাকা দিতে হয়। আর রুশ ভাষায় পড়ালেখা করতে হয়।
১৫) ISDB scholarship: এটি ISDB এর স্কলারশিপ যা মুসলিম দেশের শিক্ষার্থীদের জন্য দেয়। isdb.org/scholarships এখান থেকে আবেদন করতে হয়। প্রতি বছরের February পর্যন্ত সময় সীমা থাকে আবেদনের। এই Scholarship পাওয়ার একটা Secret হল England, Europe এর কোন বিশ্ববিদ্যালয় বা অন্য কোন দেশের বিশ্ববিদ্যালয় থেকে Admission letter নিয়ে জমা দিলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
১৬) KAIST undergraduate Scholarship: এটি Korean Govt. এর স্কলারশিপ। তবে এটার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে Application fee দিয়ে আবেদন করতে হয়।
এসব ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় Scholarship Offer করে যেমনঃ King Abdul Aziz University Scholarship, Saudi Arabia; Princess Nurah Binte Abdur Rahman University, Saudi Arabia; এসব ছাড়াও USA, Canada, Thailand, South Korea, China, Malaysia এসব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় Scholarship Offer করে।
তারপর আমাদের প্রতিবেশি Maldives, Sri-Lanka, Vietnam এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় Scholarship Offer করে। মাঝে মাঝে shed.portal.gov.bd (শিক্ষা মন্ত্রণালয় — বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে দেয়) এ বিজ্ঞপ্তি দেয়।
আর প্রায় সব Scholarship পেতেই এটার জন্য SSC, HSC তে GPA 5.00 থাকলে ভালো। IELTS এ 6.5/7 থাকা safe zone। TOEFL ও দিতে পারেন সেক্ষত্রে 92+ score করা safe zone। এর কমেও হতে পারে তবে সেটা ভাগ্যের ব্যাপার। আমি যে Scholarship গুলোর কথা লিখেছি উপরে সব গুলোতেই Application fee নেই।
আর সব গুলো Scholarship এর ই আবেদন Nov-April পর্যন্ত চলে। Date vary করে প্রতি বছর। তাই প্রতি বছর Nov এর আগেই Google এ সার্চ করে দেখে নেওয়া ভালো।
আর হ্যাঁ বিভিন্ন গ্রুপ থেকে তথ্য নিতে পারেন। তবে কারও সাহায্য নিয়ে বা 3rd পার্টিকে টাকা দিয়ে আবেদন করবেন নাহ। বিভিন্ন ধান্দাবাজ গ্রুপ খুলে Scholarship এ আবেদনের নাম করে ওৎ পেতে আছে। মনে রাখবেন এসব সবাই প্রতারক ছাড়া আর কিছু নাহ।
কৃতজ্ঞতা স্বীকারঃ এই ব্লগটিতে আমাকে বেশ কিছু Scholarship এর নাম মনে করে দিতে সাহায্য করেছে Neylan Mim। ও এক প্রকার আমার সহযোদ্ধা বিশেষত এই Scholarship নিয়ে বাইরে পড়তে যাওয়ার কাজে। Mim ও SII Scholarship নিয়ে Fully Funded এ KIIT, India তে Aerospace Engineering এ 1st year এ পড়াশোনা করছে।
আর হ্যাঁ Bachelor বাইরে করতে কি কি Extra-curricular activties থাকতে হয় তা নিয়ে পর্ব/Series — 14 টি পড়তে পারো। এটি আমার ওয়ালেই আছে। কিছুদিন আগে পোস্ট করা।
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।