আজ Higher Study নিয়ে এই পর্বে দুটি প্রতিষ্ঠানের গুনকীর্তন করতে চাই। তাই বলে এটা কোন Sponsored post নাহ, সে কথা চিন্তাতেও আনবেন না দয়া করে।
প্রতিষ্ঠান দুটি হল EMK Center ও American Center। ঢাকাতে EMK Center ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের ৯ তলায় আর American Center বারিধারাতে অবস্থিত। দুটো শহরের দু প্রান্তে। দুটো প্রতিষ্ঠানই এক প্রকার US Govt. এর। পুরো পৃথিবীতেই US Govt তাদের শিক্ষার কথা ছড়িয়ে দিতে এরকম American Center প্রতিষ্ঠা করে থাকে।
আমি ২০১৩ সালের দিকে American Center এই প্রায় পুরো দিন কাটাতাম US তে Undergrad করার বিভিন্ন তথ্য যোগাড় করে বেড়াতাম। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে আর ঢাকার অপর প্রান্তে American Center এ যাওয়া হত নাহ। ২০১৪-১৫ সাল থেকেই EMK Center এর সাথে ঘনিষ্ঠতা। তবে দুটি প্রতিষ্ঠান প্রায় একই রকম কাজ করে থাকে। তাই EMK Center নিয়ে বললেই আপনি American Center নিয়ে ধারণা পাবেন।
EMK Center কে আপনি একমাত্র Agency বলে অভিহিত করতে পারেন যারা টাকা ছাড়া শিক্ষার্থীদের সকল প্রকার সাহায্য করে থাকে এবং কোন প্রকার বাটপারি করে নাহ। তবে তারা USA তে পড়ার ব্যাপারে সহযোগীতা করে থাকে বেশি। তবে USA তে application type, time, document, procedure এসব জানলেই আপনি পৃথিবীর আনাচে কানাচে যে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। সে সক্ষমতা সেখান থেকে পাবেন।
EMK Center প্রতিমাসে একাধিক সেমিনার করে থাকে Application procedure এর উপর। GRE, TOEFL, IELTS, SAT, GMAT এসব টেস্টের জন্য seminar, workshop, bootcamp প্রতিনিয়তই আয়োজন করে থাকে। এছাড়াও EMK Center এ আপনি SOP, Motivation letter, Personal counciling সহ নানা বিষয় ফ্রিতে করতে পারবেন। তবে তাদের কিছু সার্ভিসের জন্য যেমন Personal counciling এর জন্য পে করতে হয়। তবে আপনি যদি 500/- দিয়ে এক বছরের জন্য মেম্বর হন তাহলে সেটাও ফ্রি। আর এরকম প্রতিষ্ঠানকে খুশি মনে 500/- দিতে পারেন। আমার মতে দেওয়া উচিত তাদের এসব অসাধারণ কাজের জন্য।
মূলত যাদের বিদেশে Undergrad করার ইচ্ছা কিংবা Undergrad এর পর Master/Phd program এ বাইরে যাওয়ার ইচ্ছা আছে তারা নিঃসন্দেহ EMK Center এর মেম্বার হয়ে যেতে পারেন। প্রচুর তথ্য পাবেন। এবং সবচেয়ে বড় কথা হল আসল তথ্য পাবেন। কোন বাটপার বা নামধারী Agency এর চেয়ে ভালো valid তথ্য পাবেন। আর বাংলাদেশে Agency বা বাটপারের অভাব নেই। আপনার আশেপাশের অনেক বন্ধু বান্ধবও Agency খুলে বসে ফাঁদ পেতে বসে আছে কিংবা তাদের হয়ে কাজ করে আপনার ভবিষ্যত বিপদে ফেলবে। Agency এর মালিক স্বয়ং ফেরেশতা হলেও সে তার লাভের জন্য আপনাকে বিক্রি করে দিতে দ্বিধা করবে নাহ। ইদানিং অনেক Facebook Group ও এজেন্সি চালায়। এসব একটু চালাক চতুর হলেই বোঝা যায়। তাই এসব গ্রুপ থেকেও সাবধান। এরা এজেন্সিরই আরেক রুপ।
অনেকেই প্রশ্ন করে থাকেন, “ভাই, আপনি এত Scholarship আর Opportunity এর নাম জানেন কিভাবে?” কোন আলাদীনের চেরাগ নেই! EMK Center ই সূচনা। সেখানে দিনের পর দিন যেয়ে শিখেছি। ক্লাস শেষ করে দুপুরে না খেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি EMK Center এ সেশন করতে গেছি। ভাবেন একবার আমার dedication এর কথা! তখন তো আর আজকের মত Zoom ছিলো নাহ।
তবে COVID-19 এর জন্য EMK Center ও American Center প্রায় সকল আয়োজন Zoom এই করে থাকে বিনামূল্যে। আপনি চাইলে তাদের ফেসবুক পেজের Event Section এ সব তথ্য পাবেন।
EMK Center (facebook.com/EMKCenter)
American Center (facebook.com/bangladesh.usembassy)। উল্লেখ্য American Center তাদের ইভেন্টগুলো US Embassy এর পেজের ইভেন্ট সেকশনে দিয়ে থাকে।
আর আমার সুপ্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনের জন্য বাড়তি সুবিধা আছে EMK Center এ। বিশেষত Ruhul (Out reach co-ordinator) ভাইয়ের কাছে আমার কথা বললেই ওনি বাড়তি খাতির করতে ভুলবেন নাহ। আসলে দীর্ঘ দিন থেকে ওনার সাথে পরিচয়ের ফলেই এই সক্ষ্যতা। উনি আমাদের ক্যাম্পাসেও বহুবার এসেছেন বিভিন্ন ইভেন্টে।
আমি প্রতি সপ্তাহেই Higher Study এর কোন বিষয় নিয়ে লিখা প্রকাশ করি এখন। চোখ রাখতে পারেন আমার Facebook Wall এ।
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।